অর্থ ঋণ আদালত আইন অনুসারে মামলা করার পূর্বে
অর্থ ঋণ আদালত আইন অনুসারে মামলা দায়ের এর পূর্বে কোন কোন বিষয়গুলো পালন করতে হবে?
অর্থহীন আদালত আইন ২০০৩ ধারা ১২ (১) অনুসারে যদি কোন আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজ দখল বা নিয়ন্ত্রণে থাকা বিবাদীর কোন সম্পত্তি পণ বা বন্ধক রাখিয়া ঋণ প্রদান করা তখন তা বিক্রয় না করে এবং বিক্রয়লব্ধ অর্থ ঋণ পরিশোধ বাবদ সমন্বয় না করে অর্থ ঋণ আদালতে কোন মামলা দায়ের করা যাবে না। ধরুন আপনি কোন ব্যাংকের এফডিআর লিয়েন রেখে ঋণ নিয়েছেন হলে মামলা দায়ের করার ক্ষেত্রে অবশ্যই উক্ত এফডিআর ভেঙে এবং সেই ঋণ পরিশোধ করে, এরপর যদি আপনার পাওনা থাকে তাহলে সেই টাকা আদায় করার জন্য অর্থ ঋণ আদালত আইন অনুসারে মামলা করা যাবে।
কিন্তু যদি কোন আর্থিক প্রতিষ্ঠান তাদের দখলে থাকা পণ বা বন্ধকী সম্পত্তি বিক্রয় না করে অর্থ ঋণ আদালত আইন অনুসারে যদি মামলা দায়ের করে সে ক্ষেত্রে ধারা ১২(২) অনুসারে অনতিবিলম্বে উক্ত পণ বা বন্ধকী সম্পত্তি বিক্রয় করে সেই বিক্রয়লব্ধ অর্থ পাও না ঋণের অর্থের সাথে সমন্বয় করতে হবে এবং বিষয়টি লিখিতভাবে আদালতে জমা দিতে হবে।
অন্যদিকে কোন আর্থিক প্রতিষ্ঠান অর্থ ঋণ আদালত আইন ১২ (৩) অনুসারে বিবাদীর কাছ থেকে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে অথবা অস্থাবর সম্পত্তি দায়বদ্ধ রেখে ঋণ প্রদান করলে এবং বন্ধ প্রদান বা দায়বদ্ধ রাখার সময় বন্ধকী বা দায়বদ্ধ সম্পত্তি বিক্রয় করার ক্ষমতা উক্ত আর্থিক প্রতিষ্ঠানকে দিলে সেই সকল সম্পত্তি বিক্রয় করতে হবে এবং বিক্রয়কৃত অর্থ সেই ঋ ণ পরিশোধ বাবদ সমন্বয় করতে হবে এবং অবশিষ্ট টাকার জন্য মামলা করতে হবে কিন্তু যদি আর্থিক প্রতিষ্ঠান বিক্রয় করার চেষ্টা করিয়া ব্যর্থ হয় তাহলে আর্থিক প্রতিষ্ঠান উক্ত আইন অনুসারে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে।
.png)
Post a Comment