গ্যারান্টর হিসেবে দায়বদ্ধতা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে?
পার্সোনাল গ্যারান্টি হয়ে কোন ব্যক্তিকে ঋণ গ্রহণের সহায়তা করলে পরবর্তীতে উক্ত ঋণ পরিশোধে ঋণগ্রহীতা ব্যর্থ হইলে ঋণ পরিশোধের ক্ষেত্রে পার্সোনাল গ্যারান্টর এর বিরুদ্ধে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অথবা ব্যাংক কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন?
ঋণ প্রদান করার ক্ষেত্রে সাধারণত ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বেশ কিছু চার্জ ডকুমেন্টস সম্পাদন করে থাকে। এই ধরনের চার্জ ডকুমেন্ট সাধারণত পার্সোনাল গ্যারান্টি অথবা ব্যক্তিগত জিম্মা নামা বলা হয়। কোন ব্যক্তি জিম্মা নামা সম্পাদন করে দিয়েছেন কোন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে তাহলে সেই ব্যক্তি আইন অনুযায়ী এর দায় বা পরিণতি মোকাবেলা বা ভোগ করার জন্য উক্ত জিম্মাদার কে প্রস্তুত থাকতে হবে।
যদি কোন ব্যক্তি ব্যাংকের ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ঋণ প্রদানকারী ব্যাংক অর্থ ঋণ আদালত ২০০৩ সালের আইন অনুযায়ী পাওনা টাকা আদায়ের জন্য মূল ঋণগ্রহীতার বিরুদ্ধে মামলা করতে পারবেন ।
আবার অন্যদিকে অর্থ ঋণ আদালত ২০০৩ ধারা ৬ (৫) আইন অনুসারে উক্ত মামলায় বিবাদী হিসেবে গ্যারান্টর কেউ অন্তর্ভুক্ত করতে পারবে এবং আদালত কর্তৃক রায় আদেশ বার ডিগ্রি সব বিবাদীর বিরুদ্ধে যৌথভাবে পৃথকভাবে কার্যকর হবে এবং উক্ত জারির মামলা গ্যারান্টর সহ সব বিবাদী, দায়ীক এর বিরুদ্ধে একই সঙ্গে পরিচালিত হবে। তবে ডিগ্রি জারির মাধ্যমে দাবি আদায় করার ক্ষেত্রে আদালত প্রথমে মূল ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের তাগাদা দিবেন অন্যথায় গ্যারান্টর এর দায়ী শুরু হবে মূল ঋণ গ্রহীতার পরে ।
তবে উল্লেখ্য যে, কোন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক অর্থ ঋণ মোকদ্দমা দায়ের করার পূর্বে কোন গ্যারান্টোর কে ব্যাংকে যেতে বাধ্য করা বা ঋণ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে পারবে না।
.png)
Post a Comment