দানপত্র/হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রি খরচ কত?

দানপত্র/হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রি খরচ:


 ১। রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা। 

২। স্টাম্প শুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা।

 ৩। স্থানীয় সরকার করঃ সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা। 

 ৪। অন্যান্য ফিসসমূহঃ     

ক) ২০০ টাকার স্টাম্পে হলফনামা।     

খ) ই ফিঃ- ১০০ টাকা।     

গ) এন ফিঃ-         

 (i) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।          

(ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।     

ঘ) এনএন ফি (নকলনবিশগনের পারিশ্রমিক) -          

(i) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।         

(ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।     

ঙ) সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।


শেখ মিশু আহমেদ 

অ্যাডভোকেট 

জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.