ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/ ১১৭ সি ধারার মামলার আলোচনা


 মানুষের জীবনের নিরাপত্তার জন্য ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারা একটি অন্যতম প্রতিকার  শান্তি বিনষ্ট কোন অবৈধ কাজের আশঙ্কা এবং বিরক্তিকর কোন কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য অত্র ধারায় মামলার অজু করে প্রতিপক্ষকে শান্তি-শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ করা হয়

১০৭ ধারার অপরাধ একটি জামিনযোগ্য অপরাধ কেবলমাত্র অপরাধী কে মুসলিমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জীবনের নিরাপত্তা বিধান করা হয় ১০৭ ধারার মামলা খারিজ আদেশ বা ১১৭ সি ধারার বন প্রদানের আদেশের বিরুদ্ধে দায়রা জজ বা মহানগর দ্বারা জজ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ৪৩৫ /৪৩৯ এ ধারা মতে রিভিশন দায়ের করে প্রতিকার পাওয়া যেতে পারে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.