ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ধারা ৬
ফৌজদারী কার্যবিধি ধারা ৬ অনুসারে সুপ্রিম কোর্ট ও বিধি বহির্ভূত অন্যান্য আদালত ব্যতীত ফৌজদারী আদালত সাধারণত ২ শ্রেণীর, ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীর এবং বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে ৪ শ্রেণীর।
ফৌজদারী কার্যবিধি ৬(১) ধারা অনুসারে ফৌজদারি আদালত সাধারণত ২ শ্রেণীর হয় যেমন-
১) দায়রা আদালত ( Courts of Sessions)
২) ম্যাজিস্ট্রেট আদালত ( Magistrate Courts)
ফৌজদারী কার্যবিধি ৬ (২) ধারা অনুসারে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়ে থাকে যেমন-
১)বিচারিক ম্যাজিস্ট্রেট (Judicial Magistrates)
২)নির্বাহী ম্যাজিস্ট্রেট (Executive Magistrates)
ফৌজদারী কার্যবিধি ৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট সাধারণত ৪ শ্রেণীর হয়ে থাকে যেমন-
১) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Chief Metropolitan Magistrate) এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (Chief Judicial Magistrate)
ব্যাখ্যা: মহানগর এলাকার ভেতরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় অন্যদিকে মহানগর এলাকার বাহির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়।
২) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Metropolitan Magistrate) এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট (Magistrate of the first class)
ব্যাখ্যা: মহানগর এলাকার ভেতর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় অন্যদিকে মহানগর এলাকার বাহিরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়।
৩) ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট( Magistrate of the second class)
৪) ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট( Magistrate of the third class)

Post a Comment