ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারার আলোচনা



ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারার মামলা সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দাঁড় করা হয় ১৪৫ ধারার মামলা মূলত সিভিল ন্যাচার এবং সিভিল প্রতিকার পেয়ে থাকে অর্থাৎ এই ধারা সাধারণত ফৌজদারি মামলা বা প্রতিকার নয়। এই ধারায় যে প্রতিকার পাওয়া হয় সে প্রতিকার সাধারণত ক্ষণস্থায়ী বা সাময়িক সময়ের জন্য বলবৎ থাকে। নিম্নে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার মামলা করার কারণগুলো উল্লেখ করা হলো-

১) অবৈধভাবে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে এই ধারায় মামলা দায়ের করতে হয়।
২) বেদখল হওয়ার সম্ভাবনা বিদ্যমান।
৩) শান্তি-শৃংখলার অবনীতির আশঙ্কা
৪) মারামারি, ঝগড়া বিবাদ, রক্তারক্তি আশঙ্কা বিদ্যমান থাকা।
৫)নিরঙ্কুশ মালিকানা স্বত্ব বিদ্যমান থাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.